ফেনীর ফুলগাজীতে দুই দিনব্যাপী শিশু মেলার শুরু হয়েছে। ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুল আলীম মেলার উদ্বোধন করেন। জেলা তথ্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে উদ্বেধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হারুন মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফাতেমা ফেরদৌস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক।
স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন। মেলা উদ্বোধনের আগে সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার সদর প্রদক্ষিন করে।
শিশু মেলায় মোট ১২ টি স্টলের মধ্যে ৫টি মাধ্যমিক বিদ্যালয়, ৫টি প্রাথমিক বিদ্যালয়, ১টি ফুলগাজী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও ১টি জেলা তথ্য কর্মকর্তার কার্যালয়। মেলাকে কেন্দ্র করে রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতায় স্কুলের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেছে। আজ বুধবার মেলার সমাপনী দিনে চলচ্চিত্র প্রদর্শন, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা, সংগীতানুষ্ঠান অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা শিশুর অধিকার, শিশুর বিকাশ, জন্ম নিবন্ধন, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, শিশু ও নারী নির্যাতন, যৌতুক, বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক ও জঙ্গিবাদ বিষয়ে আলোচনা করেন।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি