ফেনীর দাগনভূঞায় একই পরিবারের ৫ জন হিন্দু ধর্মালম্বী নারী পুরুষ বুধবার রাতে পবিত্র ইসলাম ধর্ম গ্রহন করে।
সরজমিনে গিয়ে জানা যায়, সিলেট জেলার বড়লেখা উপজেলার গ্রামতলী গ্রামের মৃত দেবেন্দ্র চন্দ্র কর ও নটারানী করের ছেলে অনিল চন্দ্র কর বিগত ১৫ বছর পূর্বে দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের কামু ভূঞারপোলে মেসার্স এস কে রাইস মিলে স্বপরিবারে কাজ নেয়। দীর্ঘদিন রাইস মিলে চকুরী করার পর হঠাৎ মিলটি বন্দ হয়ে যায়। পরবর্তিতে অটোরিক্সা চালিয়ে পরিবার পরিজন নিয়ে রাইস মিল প্রাঙ্গনে ভাড়াবাসায় অবস্থান করে। স্থানীয় এলাকার ধর্মপ্রান মুসল্লিদের সাথে যোগাযোগ করে মুসলমান হওয়ার ইচ্ছে পোষন করে অনিল চন্দ্র কর। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল, ইউপি সদস্য নিজাম উদ্দিন ফারুক, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন রোজেনসহ শতশত ধর্মপ্রান মুসল্লির উপস্থিতিতে মসজিদের ইমাম হাফেজ বেলাল হোসেন কালিমা পাঠ করান ওই ৫ জন কে। অনিল চন্দ্রকর (৫০) বর্তমানে ওসমান গনি, স্ত্রী মনিকর (৩৬) বিবি আমেনা, নিখিল চন্দ্রকর (২০) আবুল কালাম, উজ্জল চন্দ্রকর (১৮) মোহাম্মদ আব্দুল্লাহ, মেয়ে সোমাকর (১০) বিবি ফাতেমা নামে ধর্মান্তরিত হন।
ইউপি সদস্য নিজাম উদ্দিন ফারুক জানান, কোট এফিডেভিটের মাধ্যমে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে ওই ৫ জন। নওমুসলিমদের কে সহযোগিতা করার জন্য বিত্তবানদের প্রতি অনুরোধ জানান ।
নওমুসলিম মোহাম্মদ ওসমান গনি জানান, আমরা স্বইচ্ছায় স্বজ্ঞানে মুসলিম র্ধম গ্রহণ করেছি। কেউ আমাদের কে ধর্মান্তরিত হতে পরোচনা দেয়নি। ইসলামের সুশীতল ছায়াতলে আসতে পেরে নিজেদের কে গর্ববোধ করি।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি