আজ

  • শুক্রবার
  • ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পরশুরামে এসএসসি ৮০ ব্যাচ এর ৪০বছর পূর্তি ও পুনর্মিলনী

  • পরশুরাম প্রতিনিধি
  • পরশুরাম কেন্দ্র এসএসসি ৮০ ব্যাচ এর ৪০ বছর পূর্তি ও পুনর্মিলনী উপজেলার মির্জানগর ইউনিয়নের মহেষপুস্করনীর রাবার বাগানে অনুষ্ঠিত হয়েছে। ৪০ উচ্ছাসে এসো মিলি একসাথে শ্লোগানে শুক্রবার (২৫ জানুয়ারি) জমকালো আয়োজনের মধ্যদিয়ে ৪০ বছরের পুরানা সহপাঠীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। প্রাণের এই উৎসবে মিলিত হন ১৯৮০ সালের মাধ্যমিক ব্যাচের শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা।

    এতে উপস্থিত ছিলেন গুথুমা কে বি আজিজ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এনসিসি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জালাল উদ্দিন আহমেদ চৌধুরী পাপ্পু, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেল, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন নাহার পাপিয়া,পুর্নমিলনীর সমন্বয়ক ও জাসদের ফেনী জেলা সাধারণ সম্পাদক আবদুল মোমেন মজুমদার বাবুল, মির্জানগর ইউনিয়নের চেয়ারম্যান মো. নুরুজ্জামান ভুট্টু।

    শুক্রবার সকাল ১০টায় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এ সময় প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের পদচারণায় মুখরিত হয়ে উঠে পুর্নমিলনীর স্থান। পুরনো বন্ধুদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেকে। সকাল ১০ টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী অনুষ্ঠানের। বিভিন্ন ইভেন্টে অংশ নেয়া,পুরস্কার বিতরণী সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে মাতিয়ে রাখে মিলনমাঠ। বিকেলে পরশুরাম নজরুল একাডেমির শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090