সোনাগাজী আল হেলাল একাডেমি থেকে ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া মাহফিল ও বার্ষিক ক্রিড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বিদ্যালয় মাঠে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শামছুল হকের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক সেলিম আলদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলজিইডির প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার আমিনুর রশিদ চৌধুরী মাসুদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি অধ্যাপক মফিজুল হক, পৌর কাউন্সিলর ইমাম উদ্দিন ভূঞা, সাবেক চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান শামছুউদ্দিন খোকন, সোনাগাজী মোহাম্মদ ছাবের মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন। বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল হক, মাও. শিহাব উদ্দিন, আবু তাহের ভূঞা, শরীয়ত উল্যাহ আরিফ ও মমিনুল হক প্রমূখ।
এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করেন সোনাগাজী মডেল থানা জামে মসজিদের সাবেক খতিব মাওলানা মাহবুবুর রহমান হামিদি। আগামী ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় ওই বিদ্যালয়ের ১৫০জন শিক্ষার্থী অংশগ্রহন করবে।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি