ফেনীর দাগনভূঞা উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বিকিরণ কিন্ডারগার্টেন আয়োজিত রৌপ্যকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে ওমরাবাদ ওকেএসপি কে হারিয়ে গজারিয়া সিফাত শাড়ী বিতান চ্যাম্পিয়ন হয়েছে।
শুক্রবার রাতে গজারিয়া আদর্শ একাডেমী মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুন।
দ্য ডেইলী সানের ফেনী করসপনডেন্ট ও ফেনী ট্রিবিউন এডিটর প্রভাষক আবদুল্লাহ আল-মামুনের সঞ্চালনায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোখসানা সিদ্দিকী, পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজ উদ্দৌলা, পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার আইয়ুব আলী, ফেনী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মাওলা, ২নং রাজাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক।
বিকিরণ কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আলী হোসেন, গজারিয়া হাই স্কুলের উদ্যোক্তা মো. নুর নবী, বিকিরণ কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ ইয়াছিন, ডা. লক্ষণ চন্দ্র নাথ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও খেলা আয়োজক কমিটির সদস্য ইসমাইল হোসেন, পূর্বচন্দ্রপুর মডেল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন পারভেজ, সাংগঠনিক সম্পাদক সাইফ মির্জা সোহেল, গজারিয়া বাজারের মডেল ডেকোরেটরের সত্বাধিকারী জাহাঙ্গীর আলম, সমাজসেবক ডা. শাহাজাহান, আবু বক্কর, আমান উল্যাহ, নুর মোহাম্মদ, ক্রীড়া সংগঠক হুমায়ুন কবির সোহাগ, ধারা ভাষ্যকার আব্দুল মোতালেব, প্রবাসী মো. সিরাজসহ বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন অতিথিবৃন্দ।
উল্লেখ্য, বিকিরণ কিন্ডারগার্টেন আয়োজিত রৌপ্যকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টে ১২টি দল অংশ নেয়।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি