ফেনীর স্টারলাইন ফুড প্রোডাক্টস লি. এর এক কর্মচারীকে পায়ুপথে বাতাস দিয়ে হত্যা চেষ্টার ঘটনায় শনিবার ২৫ জানুয়ারী দেলোয়ার হোসেন (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তার বাড়ি নোয়াখালীর সেনবাগ থানার গোপালপুর।
পুলিশ জানায়, ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কের কাশিমপুর এলাকায় স্টার লাইন ফুড প্রোডাক্টস লি. এর কারখানার কর্মচারি দেলোয়ার হোসেন আরেক কর্মচারি মো. মামুনকে (১৮) পায়ুপথে বাতাস দিলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় মামুনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মামুনের বাড়ি নোয়াখালীর সুবর্ণচরের উত্তর বাগধারা গ্রামে। জিজ্ঞাসাবাদে আটক দেলোয়ার সহকর্মী মামুনের পায়ুপথে বাতাস দেয়ার কথা স্বীকার করেছে।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎক ডা. মোহাম্মদ মোশারফ হোসেন জানান, মামুনের পায়ুপথে প্রেশার দিয়ে বাতাস দেয়ার কারনে তার পেটের ভেতরের রেকটম ছিড়ে যাওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
যোগাযোগ করা হলে স্টার লাইন গ্রুপের পরিচালক মাইন উদ্দিন বলেন, এক শ্রমিক আহত হওয়ার বিষয়টি শুনেছি। অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম এ ঘটনায় একজনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি