ফেনী সরকারি কলেজে ম্যানেজমেন্ট এ্যালামনাই এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) সকালে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ‘এ্যালামনাই মিট ২০২৪’ অনুষ্ঠানে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এ লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সরকারী কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ড. শাহাদাত হোসেন পাটোয়ারী।
কমিটিতে একেএম সাইফুল ইসলাম মজুমদারকে সভাপতি ও মোঃ রফিকুল ইসলাম কিরনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দিন ভূঁইয়া, সহ-সভাপতি এম এ সৌরভ পাটোয়ারী সহ-সভাপতি দিদারুল আলম ভূঁইয়া, সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন ফরহাদ, কোষাধ্যক্ষ কাজী আবুল কাশেম আফরোজ, মহিলা বিষয়ক সম্পাদক ফারাহ দিবা খানম। কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও পাইলট আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারাহ দিবা খানম এবং কাজী আবুল কাশেম আফরোজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. হাবিবুর রহমান ও সহকারী অধ্যাপক আবু আবদুল্লাহ। একেএম সাইফুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে মো. রফিকুল ইসলাম কিরনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলা পরিষদের সভাপতি লায়ন মোর্শেদ হোসেন, রাষ্ট্রবিজ্ঞান এ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি মাহমুদুল হক জিসান, অর্থনীতি এ্যালামনাই এর সভাপতি কায়সার মাহমুদ।
স্বাগত বক্তব্য রাখেন তৃতীয় ব্যাচের এটিএম হাবীবুর রহমান। নিয়মিত ছাত্রদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন আলমাস শাহরিয়ার ইসলাম শিশির।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি