শারদীয় দুর্গা উৎসবে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে চাল ও কাপড় তুলে দিয়েছেন তিনি, পাশাপাশি তাদেরকে বুক ভরা সাহস দিয়েছেন ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুল হক রিপন। সোমবার রাতে ইউনিয়নের তিনটি পূজা মন্ডপে এসে তিনি সবার হাতে চাল ও কাপড় তুলে দেন।
এ সময় তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে সংখ্যালগুরা আমাদের কাছে পবিত্র আমানত। আপনারা কখনো ভয় পাবেন না। বুকে সাহস নিয়ে পূজা সহ ধর্মীয় সকল কাজ করুন। এক্ষেত্রে কোন প্রতিবন্ধকতা আসলে আমরা আপনাদের পাশে থেকে কঠিন হস্তে দমন করব। একজন জনপ্রতিনিধি হিসেবে সুখে দুখে সব সময় আপনাদের পাশে থাকা আমার দায়িত্ব। তাই এসেছি আপনাদের দ্বারে। আমি যদি কর্তব্য পালনে ব্যর্থ হই তাহলে কেয়ামতের ময়দানে আমার কর্মের জন্য জবাবদিহি করতে হবে। আমাদের পবিত্র ইসলাম ধর্মে এ বিষয়ে কঠিনভাবে বলা হয়েছে।
চেয়ারম্যানের কথাগুলো শুনে পূজা মন্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীরা আবেগ আপ্লুত হয়ে পড়েন। তারা চেয়ারম্যানের দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করেন।
পূজা মন্ডপ গুলোতে অনুদান প্রদানকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আফসার আপন, ফাজিলপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মনজুরুল আলম মোহন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদ ভূঁইয়া, যুগ্ম সম্পাদক মহসিন অপু, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনজুরুল করিম রিদান।
এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সভাপতি কামরুজ্জাহান রেহানা ও সাধারণ সম্পাদক স্বপ্না রানী, ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম মাওলা, নুরুল আলম সবুজ ও মো. শাহ আলম, ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক নিজাম উদ্দিন, ফাজিলপুর শ্রীশ্রী কালী মন্দির কমিটির সভাপতি লক্ষ্মীচরণ, সাধারণ সম্পাদক নিতাই চন্দ্র দাস, শিবপুর নিকুঞ্জ আশ্রমের সভাপতি সুমন, ফাজিলপুর-ছনুয়া দুর্গা মন্দিরের সভাপতি ভক্তিপদ সাহা ও সাধারণ সম্পাদক পলাশ সাহা। এ সময় বিপুল সংখ্যক পূজারী উপস্থিত ছিলেন।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি