আজ

  • শুক্রবার
  • ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

“সহায়”এর উদ্যোগে ফেনী জেনারেল হাসপাতালে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন

  • শহর প্রতিনিধি
  • ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে বিশুদ্ধ পানির তিনটি ফিল্টার স্থাপন করেছে ফেনীর স্বেচ্ছাসেবী মানবিক ও সামাজিক সংগঠন ‘সহায়’।

    এই হাসপাতালে বিশুদ্ধ পানির অভাবে রোগী ও স্বজনদের সীমাহীন ভোগান্তী পোহাতে হত। হাসপাতালের আঙ্গীনায় টিউবওয়েল থাকলেও তা বাব বার নষ্ট হয়ে যেত।তখন বাধ্য হয়ে অনেকেই মিনারেল ওয়াটারের বোতল কিনতে হতো।সরকারি হাসপাতালে বিশেষ করে দরিদ্র রোগিদের চাপ বেশি।তাই অনেকের পক্ষে মিনারেল ওয়াটার ক্রয় করা সম্ভব হতো না।

    দীর্ঘদিন ধরে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে বিশুদ্ধ পানির অভাবে রোগী ও স্বজনদের হাহাকার অনুধাবন করে ফেনীর স্বেচ্ছাসেবী সংগঠন “সহায়” হাসপাতালে নিজেদের অর্থায়নে তিনটি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করেছে।ফিল্টারগুলো জরুরী বিভাগের সম্মুক্ষে, নতুন ভবনের নিচে এবং পুরাতন ভবনের ২য় তলায় স্থাপন করা হয়েছে।

    “সহায়” এর উপদেষ্টা মুহাম্মদ আবু তাহের ভূইয়া বলেন, এমন উদ্যোগ যদি সারা দেশে ব্যক্তি/সামাজিক সংগঠনগুলো নেয়,তা হলে সরকারি হাসপাতালে আসা দরিদ্র পিড়িত রোগীও তাদের স্বজনরা সীমাহীন উপকৃত হবেন।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090