আজ

  • বৃহস্পতিবার
  • ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনালে বালকে ছাগলনাইয়া ও বালিকায় পরশুরাম চ্যাম্পিয়ন

  • নিজস্ব প্রতিবেদক
  • জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

    ফেনী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ফেনী ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় পরশুরাম উপজেলা বালিকা দল-সোনাগাজী উপজেলা বালিকা দলকে ট্রাইবেকারে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিকাল ৩টায় ছাগলনাইয়া উপজেলা বালক দল-ফেনী পৌরসভা বালক দলকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

    বিকেলে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পি.কে.এম এনামুল করিম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমনী আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গিটার, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মজিবুল হক রিপন। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ।

    ফেনী জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন ডালিমের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার এন.এম আবদুল্লাহ আল-মামুন, মোতাসেম বিল্লাহ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য বাহার উদ্দিন বাহার, আবদুল মোতালেব হুমায়ুন, নুরুল আফসার কবির শাহজাদা, আশরাফুল আনোয়ার শিমুলসহ প্রশাসনের কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ।

    শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি এবং নগদ অর্থ তুলে দেন।

    ফেনী ট্রিবিউন/ এএএম/এটি/ এপি


    error: Content is protected !! please contact me 01718066090