আজ

  • শনিবার
  • ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার ডাইনো পার্কে বন্ধুর বন্ধনের ঈদ আড্ডা

  • আবদুল্লাহ আল-মামুন
  • ‘হই চৈই হবে সারা বেলা, খেলা হবে সকাল বেলা,আড্ডা হবে বিকাল বেলা’ এই শ্লোগানে ফেনীর সামাজিক সংগঠন ‘বন্ধুর বন্ধন ফেনী জেলার ঈদ পুনর্মিলনী আগামী ২৭ সেপ্টেম্বর কুমিল্লার কোটবাড়ির ডাইনো পার্কে অনুষ্ঠিত হবে।

    এনিয়ে বন্ধুর বন্ধন ঢাকা বিভাগের উদ্যোগে গত ৭ সেপ্টেম্বর শনিবার বাদ মাগরিব ঈদ পূনর্মিলনী-২০১৯ অনুষ্ঠানের প্রাক প্রস্তুতি বিষয়ে আলোচনা সভা মতিঝিল আলম টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে রেজিষ্ট্রেশন ফি, পাঞ্জাবির মাপসহ নানা বিষয়ে আলোচনা হয়।

    সভার মধ্যমনি ছিলেন বন্ধুর বন্ধনের প্রাণপ্রিয় সংগঠক নাজমুল করিম ভূঞা সুমন। এসময় আরো উপস্থিত ছিলেন বন্ধুর বন্ধন কেন্দ্রীয় কমিটির সভাপতি সেফায়েত উল্যাহ, সাধারণ সম্পাদক জি.এম তাজ উদ্দিন পলাশ, ঢাকা বিভাগের সাধারণ সম্পাদক মো. তাহের উদ্দিন, ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক নাসির আজম মজুমদার, ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান মজুমদার স্বপন, ফেনী সদও উপজেলা সাধারণ সম্পাদক মো. সাহাব উদ্দিন, সোনাগাজী উপজেলা সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান, ছাগলনাইয়া উপজেলা সাধারণ সম্পাদক রফিক আহমদ, ফেনী পৌর কমিটির সাধারণ সম্পাদক রবিউল আউয়াল রবি, দাগনভূঞা উপজেলা সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, গাজীপুর জেলা সদস্য সচিব মনোয়ার হোসেন জাফরী, পরশুরাম উপজেলার সাধারণ সম্পাদক কাজী মো. ইয়াসিন, ফুলগাজী উপজেলার সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত শামীম প্রমুখ।

    সভায় ১৮ সেপ্টেম্বর রেজিষ্ট্রেশনের শেষ তারিখ নির্ধারিত হয়। রেজিষ্ট্রেশন ফি ফ্যামিলী ২ হাজার ৫শ টাকা, সিংগেল ১ হাজার টাকা, ড্রাইভার ৫শ টাকা নির্ধারণ করা হয়।

    বন্ধুর বন্ধনের সভাপতি সেফায়েত উল্যাহ ও সাধারণ সম্পাদক জি.এম তাজ উদ্দিন পলাশ বলেন, বন্ধুর বন্ধন ফেনী জিলা’র ঈদ পুনর্মিলনী-২০১৯ কুমিল্লার ড্রেস কোড রেডী আছে, যারা রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছেন তাদের সবাইকে যার যার ইউনিটের দায়িত্বশীল বন্ধুদের কাছ থেকে বুঝে নেওয়ার জন্য অনুরোধ করা হলো।

    বন্ধুর বন্ধনের স্বপ্নদ্রষ্টা অন্যতম সংগঠক নাজমুল করিম ভূঞা সুমন বলেন, চলো… বন্ধু, আবার সবাই মিলে মজা করে আসি!! তোরা ছিলি তোরা আছিস জানি তোরাই থাকবি বন্ধু। ২৭ তারিখ সারা বেলা বন্ধুর বন্ধনের ঈদ মেলা, চলবে হৈ চৈ আর চায়ের মেলা।

    ফেনী ট্রিবিউন/ এএএম/এটি/এপি/এমএস


    error: Content is protected !! please contact me 01718066090