সঞ্চয়ের অভ্যাস শুরু হোক শৈশব থেকেই এই প্রতিপাদ্যকে সামনে রেখেই এনসিসি ব্যাংক স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন আলহাজ্ব কোব্বাদ আহাম্মদ আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার এনসিসি ব্যাংক মহিপাল শাখার আয়োজনে আয়োজিত স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও হাজী নজির আহম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ নুর আজম।
এনসিসি ব্যাংক মহিপাল শাখার ম্যানেজার মো. মামুন উর রশিদের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিদ্যালয় এর প্রধান শিক্ষক এ কে এম জহির উদ্দিন, সিনিয়র শিক্ষক খাদিজা আক্তার খানম রুনা, এনসিসি ব্যাংক মহিপাল শাখার ডেপুটি ম্যানেজার হাফিজুর রহমান চৌধুরী, অফিসার নাজমা আক্তার, শহিদুল ইসলাম, শাকিল আহমেদ চৌধুরী প্রমুখ।
বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীকে মেধা যাচাইয়ের উপর উপস্থিত বিভিন্ন শিক্ষামূলক প্রশ্ন করে পুরস্কৃত করা হয়।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি