আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ফেনী সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শুসেন চন্দ্র শীলের দোয়াত-কলম প্রতীকের সমর্থনে বেসরকারি উন্নয়ন সংস্থার ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন ফেনী সদর উপজেলায় কর্মরত বিভিন্ন বেসরকারি এনজিওর ৫ শতাধিক প্রতিনিধি। এসময় শুসেন শীলকে বিজয়ী করতে দোয়াত কলনের পক্ষে জনমত তৈরির আহবান জানান বক্তারা।
আজ শুক্রবার (২৪ মে) সন্ধ্যা ৭টায় ফেনী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের বঙ্গবন্ধু কনফারেন্স হলে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট হাফেজ আহম্মেদ। প্রধান আকর্ষণ হিসেবে বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী শুসেন চন্দ্র শীল।
ফেনী জেলা এনজিও ফেডারেশনের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু সভাপতিত্বে এনজিও প্রতিষ্ঠান সবুজ বাংলার নির্বাহী পরিচালক জয়নাল আবেদীন রাসেলের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাষ্টার আলী হায়দার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্লাহ বিকম, পৌর আওয়ামী লীগের সভাপতি আইনুল কবীর শামিম, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী প্রমুখ।
বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী শুসেন চন্দ্র শীল বলেন, এ ফেনী একসময় সন্ত্রাসের জনপদ ছিল। নিজাম উদ্দিন হাজারীর নেতৃত্বে ফেনী এখন শান্তির শহর। ফেনী শহরে এখন সকল শ্রেণি-পেশার মানুষ নির্বিঘ্নে কাজ করে যাচ্ছেন। শান্তি ও উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে সকলকে আগামী ২৯ মে সকলকে ভোট উৎসবে অংশ নেওয়ার আহবান জানান তিনি।
উপস্থিত এনজিও কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সকাল থেকে বিকেল অব্ধি সাধারণ মানুষের সাথে কাজ করে থাকেন। আগামী ২৯ তারিখ ভোট বিপ্লবের মাধ্যমে আমরা একটি উৎসবমুখর নির্বাচন করতে চাই। মানুষ যেন ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করে সে বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করবেন। আপনাদের প্রতি অনুরোধ আপনারা মানুষকে উৎসাহ যোগাবেন।
ফেমী জেলা এনজিও ফেডারেশনের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু বলেন, আগামী ২৯ তারিখে শুসেন চন্দ্র শীলকে চেয়ারম্যান হিসেবে পুনরায় নির্বাচিত করতে এনজিও কর্মীরা মাঠ পর্যায়ে কাজ করবে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এ.কে শহীদ উল্লাহ খোন্দকার, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মুর্শিদা আক্তার প্রমুখ।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি