নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের মোটবী গ্রামে আল আকসা জামে মসজিদ শুক্রবার জুমার নামাজ পড়ার মধ্য দিয়ে উদ্বোধন হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও কাতার চ্যারিটির যৌথ অর্থায়নে নির্মিত মসজিদটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডুমুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন কানন। এ সময় গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন কানকিরহাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তোফাজ্জল হোসেন।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ইসমাইল হোসেন লিটন, ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ইয়াসিন কন্ট্রাকটর, নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সেনবাগ জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী মোস্তফা আমিনুর রাশেদ।
এসময় অতিথি ছিলেন ডুমুরিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলী আক্কাস, ইউনিয়ন পরিষদের মেম্বার মহি উদ্দিন, গাজীরহাট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান ও আবুল কাশেম, নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি আবুল হোসেন, সমাজসেবক মোহাম্মদ আরকাম, মাওলানা রফিকুল ইসলাম, মুহাম্মদ সালাউদ্দিন, হাজী আব্দুর রশিদ, মোহাম্মদ আবদুর রব, মোটবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন ও কাতার চ্যারিটির অফিসার রুহুল আমিন।
জুমার নামাজে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লী অংশগ্রহণ করেন। নামাজ শেষে দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা তোফাজ্জল হোসেন।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি