আজ

  • শনিবার
  • ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনীর মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নানের দাফন সম্পন্ন

  • নিজস্ব প্রতিনিধি
  • ফেনীর মুক্তিযোদ্ধা কমান্ডার ও জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মীর আবদুল হান্নানের নামাজে জানাযা বৃহস্পতিবার (২৩ মে) সকাল ১১টায় ফেনীর মিজান ময়দানে অনুষ্ঠিত হয়।

    জানাযায় অংশ নেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদারসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।

    এদিকে দুপুর দুইটায় ফেনীর ছাগলনাইয়া পাইলট হাই স্কুল মাঠে ও তিনটায় তাঁর নিজ গ্রাম পূর্ব ছাগলনাইয়ায় নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স্বজন ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।

    উল্লেখ্য, বুধবার সকাল সাড়ে ১০টায় ঢাকার আয়েশা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

    সম্পাদনা : এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090