যুক্তরাজ্য বসবাসরত ফেনীবাসীর সংগঠন ফেনী সমিতি ইউ.কে এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। যুক্তরাজ্য ফেনী কমিনিউটির জনপ্রিয় ব্যক্তিত্ব ওয়ালি উল্ল্যাহ বাচ্চুকে আহ্বায়ক, আবু নাছের মুহাম্মদ মুজাহিদকে যুগ্ম আহ্বায়ক ও ব্যারিস্টার নিজাম উদ্দীন ভূইয়া রাসেলকে সদস্য সচিব করা হয়। সম্প্রতি এক সভার মাধ্যমে এ কমিটি গঠিত হয়।
চলতি মাসের ১০ মার্চ সমিতির ট্রাষ্টিরা আগের কমিটির মেয়াদ ৪ বছর আগে শেষ হওয়ায় কমিটির কার্যক্রম নিয়ে দীর্ঘদিন কমিউনিটিতে বিতর্ক সৃষ্টি হওয়ায় ফেনী সমিতি ইউ.কে গঠনতন্ত্র ধারা (২২) অনুযায়ী কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেন।
এ প্রেক্ষাপটে সংগঠনটির কার্যক্রম পরিচালনা ও নির্বাচন আয়োজনের লক্ষ্য সর্বসম্মতিকম্মে ট্রাষ্টিরা ১৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- খুরশিদ আলম বাচ্চু, উদ্দিন মিলন,
রাকিব হোসাইন, নুর নবী, সেলিম, নাসির উদ্দীন সানি, দেলওয়ার হোসাইন লিটন, ছালাহ উদ্দিন খোকন, নজরুল ইসলাম আজাদ, গিয়াস উদ্দিন, আতাউর রহমান জাহিদ, গোলাম মাওলা মানিক, সজীব, মাহফুজুল হক ও ওয়াহিদ আসিফ।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি