ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের গজারিয়ার নজীর বলি মেম্বার বাড়ির মরহুম আলী আহাম্মদের মেজো ছেলে গজারিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শফিকুর রহমান (৭৫) সোমবার আড়াইটায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন।
তিনি দীর্ঘদিন যাবত শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। আজ ২৪ মার্চ সোমবার রাত ১০টায় মরহুমের জানাজার নামাজ বাড়ির দরজায় অনুষ্ঠিত হয়।
জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মরহুমের ছোট ভাই সিনো লুব্রিক্যান্টসের সিনিয়র জেনারেল ম্যানেজার আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল মতিন ভূঁইয়া ও আলা উদ্দিন আলো, জায়লস্কর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরী। বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম এ সময় সঞ্চালনা করেন। জানাযায় ইমামতি করেন হযরত আবুবক্কর সিদ্দিক (রা.) জামে মসজিদের খতিব মাওলানা রিয়াদ।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ মেয়ে,১ ভাই নাতি-নাতনি সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। এছাড়া সামাজিক নানা কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন।
জনাব শফিকুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অনলাইন নিউজ পোর্টাল ‘ফেনী ট্রিবিউন’ এর এডিটর আবদুল্লাহ আল-মামুন। এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি