মরণব্যাধী করোনা ভাইরাসের বিষয়ে গণসচেতনতা সৃষ্টি করতে ফেনীতে নানা কর্মসূচী পালন করেছে ইসলামী আন্দোলন। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় লিফলেট ও মাস্ক বিতরণ, বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থান ও পরিবহনে ভাইরাস নাশক স্প্রে ছিটিয়েছে সংগঠনটি।
ইসলামী আন্দোলনের ফেনী জেলা সভাপতি মাওলানা নুরুল করীম ও সেক্রেটারি একরামুল হক ভুঁঞার নেতৃত্বে কর্মসূচীতে অন্যান্যের মাঝে গাজী এনামুল হক ভুঁঞা, ব্যবসায়ী সেলিম পাঠান, আবু তৈয়ব, হাফেজ রফিকুল ইসলাম ভূইয়াসহ সংগঠনটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেয়।
সংগঠনের সেক্রেটারী একরামুল হক ভূঞা জানান, কর্মসূচীতে লিফলেট বিতরণ, বিভিন্ন পরিবহন ও গুরুত্বপূর্ণ স্থানে ভাইরাস নাশক স্প্রে ছিটানো, পথচারী ও নিম্ন আয়ের ব্যক্তিদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। এছাড়াও বিনাকারণে দ্রব্য মূল্য বৃদ্ধি না করতে ব্যবসায়ীদের মাঝে জনসচেতনতা সৃষ্টির চেষ্টা চালানো হয়েছে।
ফেনী ট্রিবিউন/এনকে/আরএইচ