করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে মঙ্গলবার সকাল থেকে দিনভর মেয়র মোহাম্মদ মোস্তফার নেতৃত্বে ছাগলনাইয়া পৌর শহরের জমাদ্দার বাজার ও আশপাশের এলাকায় জীবানুনাশক ওষুধ ছটানো হয়। বিনাপ্রয়োজনে হাট-বাজার ও দোকানপাটে ঘোরাঘুরি না করা, ন্যায্য দামে পণ্য বিক্রি ও অতিরিক্ত পণ্য কেনাবেচা থেকে বিরত থাকতে দোকানী ও ক্রেতাদের মাঝে জনসচতেনতামূলক অভিযান পরিচালিত হয়।
এদিকে পৌরসভার জমাদ্দার বাজারে ছাগলনাইয়া উপজলো ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার বিনামূল্যে মাক্স বিতরণ করেছেন। পৌরসভার মেয়র এম. মোস্তফা করোনা ভাইরাসের সংক্রামন ঠেকাতে সবাইকে যার যার অবস্থান থাকে সচেতনতার সঙ্গে চলাফেরা ও ডাক্তারি বিধি-নিষেধ মেনে চলার পাশাপাশি প্রবাসীদের হোম কোয়ারন্টোইনে অবস্থান নিশ্চিত করতে পৌরবাসীকে সজাগ থাকার আহবান জানিয়েছেন মেয়র মোহাম্মদ মোস্তফা।
এ সময় অন্যদের মধ্যে পৌরসভার কাউন্সিলর, সাংবাদিক ও পৌর র্কমর্কতা-র্কমচারীরা র্কাযক্রমে উপস্থিত ছিলেন।
ফেনী ট্রিবিউন/এএএম/এপি