আজ

  • শনিবার
  • ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

গুজব ছড়ানোর অভিযোগে ফেনীতে দুইজন গ্রেফতার

  • নিজস্ব প্রতিনিধি
  • সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে গুজব ছড়ানোর অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতদের একজন শহীদুল ইসলাম রাসেল (২৯) ও অপরজন আব্দুল আহাদ (২২)।

    সোমবার (২৩ মার্চ) রাতে শহরের ট্রাংক রোডের দোয়েল চত্ত্বর হতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এন এম নুরুজ্জামান।

    তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকালে ডিবির ওসি কাজী গোলাম মহিউদ্দিন বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন। মামলায় তিনজনকে আসামী করা হয়েছে। এর মধ্যে তৃতীয় জন আবু তাহের পলাতক রয়েছে।

    আটক রাসেল ফেনী সদরের মঠবাড়িয়ার নজিব উদ্দিন ভূঞা বাড়ির কবির আহম্মদ ও আহাদ কাজীর বাগের আবদুল রশিদ কাজী বাড়ির আবদুর রহমানের ছেলে। তাহেরের ঠিকানা পাওয়া যায়নি।

    ফেনী ট্রিবিউন/এএএম/এপি


    error: Content is protected !! please contact me 01718066090