কাজী সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন ফেনীর কাজী হাবীব উল্যাহ সুমন। বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন তিনি।
বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব কাজী খলিলুর রহমান সরদার ও মহাসচিব আলহাজ্ব কাজী ইকবাল হোসেন স্বাক্ষরিত চিঠির মাধ্যমে ফেনী জেলা কমিটির সভাপতি কাজী মহি উদ্দিন দিদার ও সাধারণ সম্পাদক কাজী জামাল উদ্দিনকে চিঠির মাধ্যমে বিষয়টি অবহিত করা হয় সূত্র জানায়।
কাজী হাবীব উল্যাহ সুমন ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার হিসেবে কর্মরত রয়েছেন। তিনি সিন্দুরপুর ইউপির প্রয়াত নিকাহ্ রেজিস্ট্রার কাজী সিরাজুল হকের মেজো ছেলে।
এছাড়াও তিনি এশিয়ান টিভির ফেনী জেলা প্রতিনিধি, কাজী সিরাজুল ইসলাম (রহঃ) ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সহ বিভিন্ন সামাজিক সংগঠনেরও সাথে জড়িত রয়েছেন।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি