ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের লাঙ্গল মোড়া গ্রামের শিক্ষক জাহিদ এর ঘরটি বন্যায় একেবারে শেষ হয়ে যায়। তারা পারিবারিক উদ্যোগে ঘরটি পূণরায় নির্মাণ শুরু করেন। রবিবার বিকেলে ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর পক্ষ থেকে তাদের ঘরের জন্য চার বান টিন উপহার হিসেবে দেয়া হয়।
এছাড়া ঘুরে দাঁড়াবে ফেনী, লায়ন্স পরিবার, ফেনী ডেফোডিল স্কুল, সুরভী ফাউন্ডেশন, রোটারিয়ান জালাল উদ্দিন বাবলু , আনোয়ারুল ইসলাম ও ক্রীড়া সঙগঠক রিয়াজ উদ্দিন রবিন এর উদ্যোগে সব মিলিয়ে ১৩ বান টিন ও ১৭ পিস তুলি (রেজিঙ) উপহার দেয়া হয়। তাদের ঘরের কাজ চলছে। টিন উপহার পেয়ে তারা সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
পাঁচ গাছিয়া বাজারে টিন হস্তান্তরকালে উপস্থিত ছিলেন ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর সভাপতি ফয়জুল হক বাপ্পী, সদস্য আসাদুজ্জামান দারা, সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী শাখার সাধারণ সম্পাদক সমর দেবনাথ, সদস্য ও ক্রীড়া সঙগঠক কফিল মাহমুদ, স্থানীয় ব্যবসায়ী আলাউদ্দিন আলম ও মিস্ত্রী মাইনুদ্দিন।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি