আজ

  • বৃহস্পতিবার
  • ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন প্রবাসী বৃত্তি ফাউন্ডেশন পরীক্ষায় অংশ নিলো ৫ শতাধিক শিক্ষার্থী

  • দাগনভূঞা প্রতিনিধি
  • ফেনীর দাগনভূঞায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন প্রবাসী বৃত্তি ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা। পরীক্ষায় অংশ নিয়েছে ৫ শতাধিক শিক্ষার্থী। ২৩ নভেম্বর শনিবার সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত উপজেলার পূর্ব চন্দ্রপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

    এ সময় বৃত্তি পরীক্ষার হল পরিদর্শন করেন পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন প্রবাসী বৃত্তি ফাউন্ডেশন পৃষ্ঠপোষক মো. আবদুল আউয়াল, পরীক্ষা নিয়ন্ত্রক পূর্ব চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইয়াসিন, কেন্দ্র সচিব পবিত্র কুমার ভৌমিক, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক লিটন চন্দ্র দাস, কোষাধ্যক্ষ এ এম জসিম উদ্দিন, সমন্বয়ক উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মারুফ, পূর্ব চন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আনোয়ারুল আজিম, বীকন মডেল কলেজের প্রভাষক ও দীপ্ত টিভির প্রতিবেদক আবদুল্লাহ আল-মামুন, দৈনিক আমার সংবাদের ফেনী প্রতিনিধি এস এম ইউসুফ আলী, ফাউন্ডেশনের সদস্য বৈরাগীর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফ উদ্দিন মাহমুদ, নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলা উদ্দিন, আবদুল আজিজ শামীম, কাজী মাহমুদুল হুদা, বৈরাগীর বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবুল চন্দ্র দাস, দৈনিক সকালের সময়ের দাগনভূঞা প্রতিনিধি জুলফিকার আলম।

    ফাউন্ডেশন পৃষ্ঠপোষক প্রবাসী মো. আবদুল আউয়াল, মো. নুরুল আনোয়ার, মো. জহির উদ্দিন, মোহাম্মদ নুরুল আফসার, মো. ওবায়দুল্লাহ, মো. গোলাম সারোয়ার, মোহাম্মদ নুর নবী এ বৃত্তি পরীক্ষা আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ জানান।

    শিক্ষার্থীর অভিভাবক বিবি ফাতেমা বলেন, দীর্ঘদিন পরীক্ষা পদ্ধতি বন্ধ ছিল। এ বৃত্তি পরীক্ষার আয়োজনে শিক্ষার্থীরা অনেক বেশি উজ্জীবিত হয়েছে। তারা পড়ালেখায় আরো বেশি মনোযোগী হবে। তবে হাই স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের যুক্ত করতে পারলে আয়োজন আরো সমৃদ্ধ হবে।

    পরীক্ষা নিয়ন্ত্রক পূর্ব চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইয়াসিন জানান, ২০২৪ সাল থেকে প্রথমবারের মতো এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কোমলমতি শিক্ষার্থীরা মেধা উন্নয়নে এ বৃত্তি পরীক্ষায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। আগামীতে হাই স্কুল ও মাদ্রাসাকে অন্তর্ভুক্ত করা হবে। তিনি আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

    প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণী থেকে ৫ম শ্রেণি পর্যন্ত পূর্ব চন্দ্রপুর হাই স্কুল কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090