আজ

  • শনিবার
  • ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘সড়ক পরিবহন আইন ২০১৮’-এর কয়েকটি ধারা বাতিলের দাবিতে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি ঘোষণা

  • ঢাকা অফিস
  • ‘সড়ক পরিবহন আইন ২০১৮’-এর কয়েকটি ধারা বাতিলের দাবিতে আগামী ২৮ অক্টোবর ভোর ৬টা থেকে সারাদেশে টানা ৪৮ ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। সোমবার (২২ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ সেপ্টেম্বর জাতীয় সংসদে ‘সড়ক পরিবহন আইন ২০১৮’ পাস হয়েছে। এই আইনে শ্রমিক স্বার্থ রক্ষা ও পরিপন্থী উভয় ধারা রয়েছে। এছাড়া সড়ক দুর্ঘটনাকে ‘দুর্ঘটনা’ হিসেবে গণ্য না করে, অপরাধ হিসেবে গণ্য করে আইন পাস করা হয়েছে।

    এতে আরো বলা হয়েছে, আইনে সড়ক দুর্ঘটনা মামলায় অপরাধী হয়ে ফাঁসির ঝুঁকি রয়েছে। এমনই অনিশ্চিত ও আতঙ্কগ্রস্ত হয়ে এই পেশায় দায়িত্ব পালন করা শ্রমিকদের পক্ষে সম্ভব হচ্ছে না। যার কারণে আন্দোলন ছাড়া বিকল্প কোনো পথ আমাদের সামনে খোলা নেই।

    এরই প্রেক্ষিতে সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা বাতিলসহ ৮ দফা দাবিতে সারাদেশে ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতৃত্বাধীন সংগঠনটি।

    সম্পাদনা : এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090