ফেনী হোপ ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুলে ভিজিট টু স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে শহরের পাঠানবাড়ী রোডস্থ স্কুল আঙ্গিনায় হোপ ইন্টারন্যাশনাল স্কুল, ব্রিটিশ কাউন্সিল এবং পিয়ার্সন এডেক্সেলের যৌথ আয়োজনে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
হোপ ইন্টারনন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক আলমগীর হোসেনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধি সারওয়াত রেজা, পিয়ার্সন এডেক্সেলের প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন লিটন ও জান্নাতুল ফেরদাউস সিগমা।
অনুষ্ঠানে ক্যামব্রিজ পদ্ধতির সিনিয়র (এ লেভেল) এবং জুনিয়র (ও লেভেল) বিষয়ে অভিভাবকদের নানা প্রশ্নের উত্তর দেন বক্তারা। এ পদ্ধতির পাঠসূচি, পরীক্ষা পদ্ধতি, ভবিষ্যৎ সম্ভাবনাসহ নানা দিক তুলে ধরে পিয়ার্সন এডেক্সেলের প্রতিনিধিরা অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি