আজ

  • বুধবার
  • ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ফেনীতে জাতীয় নাগরিক পার্টির ইফতার ও দোয়া মাহফিল

  • নিজস্ব প্রতিনিধি
  • ফেনীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে জেলার সর্বস্তরের পেশাজীবী ও বিশিষ্টজনদের সম্মানে এ ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। শুরুতেই জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান।

    জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম সৈকতের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন। প্রধান আলোচক ছিলেন যুগ্ম আহবায়ক মাহবুব আলম মাহির।

    জাতীয় নাগরিক কমিটির ফেনী জেলা সংগঠক সুজা উদ্দিন সজীবের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত, যুগ্ম আহবায়ক মুহাম্মদ হাসান আলী, যুগ্ম সদস্য সচিব মীর আরশাদ, যুগ্ম মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল ইমন সৈয়দ, কেন্দ্রীয় সংগঠক মুনতাসীর মাহমুদ, হামজা মাহবুব, আজিজুর রহমান রিজভী, নফিউল ইসলাম, মানসুর আব্দুল্লাহ, সংগঠক ফেনী জেলা শাহ ওয়ালী উল্লাহ মানিক প্রমূখ। এছাড়া নাগরিক কমিটির ফেনী জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ ও অন্যান্য নেতৃবৃন্দ।

    এসময় বক্তারা বলেন, জুলাই আন্দোলনে বৈষম্য দূর করতে দেশের মানুষ রক্ত দিয়ে স্বৈরাচারী শাসকের পতন ঘটিয়েছে। সেই জুলাই বিজয়ের চেতনাকে দেশের প্রতিটি ঘরে পৌঁছে দিতে সবাইকে একযোগে কাজ করতে হবে। বাংলাদেশকে একটি সুন্দর ও বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যেই জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাচ্ছে।

    ইফতার মাহফিলে জুলাই-আগস্ট আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে দোয়া মাহফিলের মাধ্যমে দেশের অগ্রগতি, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090