আজ

  • সোমবার
  • ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

সোনাগাজীতে পৌর মেয়রের উদ্যোগে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

  • নিজস্ব প্রতিনিধি
  • ফেনীর সোনাগাজী পৌরসভার মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকনের উদ্যোগে করোনা ভাইরাস রোধে সাত’শ নাগরিকের মাঝে মাস্ক, হ্যান্ড গ্লাবস ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে সোনাগাজী পৌর শহরের জিরোপয়েন্টে তিনি জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তিনি এসব সামগ্রী বিতরণ করেন।

    এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উৎপল দাস, সোনাগাজী বাজার বণিক সমিতির সভাপতি মো. নূর নবী, পৌর আ.লীগের সভাপতি সেলিম পাটোয়ারি, সাধারণ সম্পাদক আবু তৈয়ব বাবুল, মুক্তিযোদ্ধা আবু্ল কালাম মিয়া, পৌর সচিব খান মোহাম্মদ ফরহাদসহ পৌর কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

    এর আগে মেয়র পৌরসভা মিলনায়তনে সাংবাদিক, ব্যবসায়ী, মুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনৈতিক নেতা ও কাউন্সিলরদের সাথে জনসচেতনতামূলক মতবিনিময় সভা করেন।

    সভায় তিনি সরকারিভাবে সকল নির্দেশনা মেনে চলার জন্য পৌরবাসীসহ আগত প্রবাসী বাংলাদেশীদের মেনে চলার অনুরোধ করেন। সভা শেষে করোনার মহামারি থেকে বিশ্ববাসীকে মুক্তি দিতে মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।

    ফেনী ট্রিবিউন/এএএম/এপি


    error: Content is protected !! please contact me 01718066090