আজ

  • শুক্রবার
  • ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ফুলগাজীতে বিয়ের অনুষ্ঠান বন্ধ

  • ফুলগাজী প্রতিনিধি
  • ফেনীর ফুলগাজীতে একটি বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার দুপুরে ফুলগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক নাসরীন সুলতানা ওই বিয়ে বন্ধ করে দেন।

    ভ্রাম্যামান আদালত ও স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের দক্ষিণ করইয়া কালিকাপুর গ্রামের একটি বাড়ীতে তাঁদের মেয়ের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। রান্নাবান্নার কাজও প্রায় শেষ পর্যায়ে। বর পক্ষসহ অতিথি আসতে শুরু করেছে। এদিকে স্হানীয়দের মাঝে রয়েছে করোনা ভাইরাসের আতঙ্ক। খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বিয়ের সকল অনুষ্ঠান সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেন।

    মুন্সীর হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন বলেন, সবাইকে করোনা ভাইরাস সম্পর্কে সতর্ক থাকতে ও পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত ওই বিয়ে বাড়িতে বিয়ের সকল অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।

    ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, বিয়ে বাড়িতে নানান জায়গা থেকে নানান ধরনের লোকজনের সমাগম ঘটে। তিনি বলেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে এধরনের অনুষ্ঠান না করাই ভালো।

    ফেনী ট্রিবিউন/এএএম/এপি


    error: Content is protected !! please contact me 01718066090