আজ

  • বৃহস্পতিবার
  • ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চিকিৎসক ও নার্সদের গাউনসহ সুরক্ষা সামগ্রী প্রদান

  • নিজস্ব প্রতিনিধি
  • করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষায় ফেনীর সোনাগাজী ও দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকসহ-স্বাস্থ্য বিভাগীয় কর্মীদের নিজস্ব অর্থায়ানে তৈরী করা গাউন, মাস্ক, ক্যাপ ও গ্লাভস্সহ নিরাপত্তা সরঞ্জাম সোমবার বিলি করা হয়েছে।

    দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রুবায়েত বিন করিম বলেন, জনগণকে সচেতন করার পাশাপাশি যারা সেবা দিবে তাদেরকে করোনা থেকে সুরক্ষায় গাউন, মাস্ক, ক্যাপ ও গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দেয়া হয়েছে। তিনি জানান, সরকারী বরাদ্দ না থাকায় নিজস্ব অর্থায়নে হাসপাতালের ১৫ জন নার্স ও পাঁচজন চিকিৎসকের জন্য ২০টি গাউন, মাথার ক্যাপ, চশমা, জুতা ও স্বাস্থ্য বিভাগের সকল কর্মীদের মাস্কসহ বিভিন্ন সরঞ্জাম সেলাই করে দেয়া হয়েছে।

    সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা উৎপল দাশ বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে উপজেলায় র‌্যাপিড রেসপন্স দল, ব্যবস্থাপনা কমিটিসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে মোট ১০৪টি কমিটি গঠন করা হয়েছে। কিন্তু করোনা ভাইরাস প্রতিরোধে হাসপাতালে চিকিৎসক ও নার্সসহ স্বাস্থ্যকর্মীদের কোনো প্রকার নিরাপত্তা ও সুরক্ষা সরঞ্জাম নেই। তাই হাসপাতালের ১৫ জন নার্স ও পাঁচজন চিকিৎসকের জন্য তাঁদের টাকায় ২০টি গাউন, মাথার ক্যাপ, চশমা, জুতা ও মাস্কসহ বিভিন্ন সরঞ্জাম সেলাই করে বানানো হচ্ছে। কিছু কিছু জিনিস বাজার থেকে কেনা হচ্ছে।

    ফেনী ট্রিবিউন/এএএম/এপি


    error: Content is protected !! please contact me 01718066090