আজ

  • মঙ্গলবার
  • ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভাষা দিবস উপলক্ষে ফেনীতে প্রীতি ক্রিকেটে রিপোর্টার দল জয়ী

  • নিজস্ব প্রতিনিধি
  • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফেনীতে কর্মরত রিপোর্টারদের সাথে ফেনী ফটোজানালিস্ট এসোসিয়েশনের প্রীতি ক্রিকেট ম্যাচ আজ ২৩ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়েছে। ফেনী জেলা পুলিশ লাইন্স মাঠে আয়োজিত খেলায় ৭ উইকেটে রিপোর্টার দল জয়ী হয়েছে।

    প্রীতি এ ক্রিকেটে ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ফটো জার্নালিস্ট দল। ১২ ওভারের ম্যাচে ৭ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১০১ রান। জবাবে সজল, ওমর ফারুক ও আরিফের ব্যাটিং নৈপুণ্যে রিপোর্টার টিম ৯ ওভারে তিন উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ম্যাচে সর্বোচ্চ রান সংগ্রহ করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রিপোর্টার দলের আতিয়ার সজল। অনুষ্ঠানে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।

    খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। বিশেষ অতিথি ছিলেন দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী জেলা ক্রিকেট কোচ রিয়াজ উদ্দিন রবিন। ক্রীড়া সংগঠক কফিল উদ্দিনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফেনী জেলা শাখার সভাপতি এম. এমরান পাটোয়ারী।

    এ সময় নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন,
    এ ধরনের খেলা বেশি বেশি আয়োজন করা দরকার। সাংবাদিকদের কাজের ফাঁকে ফাঁকে বিনোদনেরও দরকার আছে। সাংবাদিকদের ঐক্যবদ্ধতা দেখলে ভালো লাগে। এ ধরনের খেলায় আমার সহযোগিতার প্রয়োজন হলে ভবিষ্যতে আমি করবো।

    খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন আজহারুল ইসলাম রকি ও নাইমুল আলম চৌধুরী সম্রাট, স্কোরারের দায়িত্বে ছিলেন তানভীর ইসলাম আবির।

    রিপোর্টার্স দলে অংশ নেন- আরিফুর রহমান, মো. আতিয়ার হাওলাদার সজল, সমীর উদ্দিন, ওমর ফারুক, আবদুল্লাহ আল-মামুন, আরিফুল আমিন রিজভী, নজির আহমদ রতন, দিদারুল আলম, সোলায়মান হাজারী ডালিম, নুরুজ্জামান সুমন, আমজাদুর রহমান রুবেল, মো. মুহিব্বুল্লাহ ফরহাদ, বখতেয়ার ইসলাম মুন্না, জমির উদ্দিন বেগ, ওমর ফারুক ও রফিকুল ইসলাম।

    ফটোজার্নালিস্ট দলে ছিলেন- মীর হোসেন রাসেল, মো. দুলাল তালুকদার, শেখ আশিকুন্নবী সজীব, জাহেদ হোসেন রনি, তোফায়েল আহমেদ নিলয়, মো. শাহজাহান বাদশা সাজু, আফতাব উদ্দিন, মোল্লা মো. ইলিয়াছ, মোজাম্মেল হক ভূঞা লিংকন, নাজিম উদ্দিন চৌধুরী, ইয়াছির আরাফাত রুবেল, নুরুল্লাহ কায়সার, নজরুল ইসলাম সোহাগ, হারুনুর রশীদ মৃধা, সুলতান মাহমুদ জয়।

    অনুষ্ঠানে প্রীতি ম্যাচে অংশগ্রহণকারী সকল খেলোয়াড়ের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়। সাংবাদিকদের এ খেলা দেখতে উৎসুক ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত হন।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090