অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত রম্যলেখক নুরুল আমিন হৃদয়ের প্রথম গ্রন্থ “হৃদয়ের কথা” বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে শহরের মিজান রোডের জেলা স্কাউটস ভবন মিলনায়তনে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মো.ওয়াহিদুজজমান।
সাংবাদিক শাহাজালাল ভুঞার সঞ্চালনায় এবং দৈনিক প্রথম আলো ফেনীর নিজস্ব প্রতিবেদক আবু তাহেরের সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্হিত ছিলেন ফেনী সরকারি কলেজের সহকারি অধ্যাপক মোঃ মোশারফ হোসেন মিলন, ডিবিসি নিউজ এর ফেনী প্রতিনিধি ফেনী প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া,ফেনী জেলা বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি আবদুল গোফরান বাচ্চু,বর্তমান সভাপতি মোঃ হারুন উর রশিদ,দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান দারা,নজরুল একাডেমি ফেনী জেলা শাখার সভাপতি ফখরুদ্দিন আলী আহম্মেদ তিতু,বন্ধুর বন্ধনের সভাপতি শেফায়েত উল্লাহ,বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ফেনী জেলা প্রতিনিধি ও ফেনী রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি, ভাটিয়াল প্রকাশক আরিফুল আমিন রিজভী,ফেনী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরিফুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, লেখক হৃদয়ের কথাগুলো গতানুগতিকভাবে উপস্থাপন না করে প্রাণোবন্ত করতে পেরেছেন যা পাঠককে পড়তে আগ্রহী করবে।
দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি আসাদুজজামান দারা বলেন নুরুল আমিন হৃদয় দীর্ঘ ২৫ বছর লিখে চলেছেন। তার দীর্ঘ পঁচিশ বছরের অভিজ্ঞতা বইটিতে সুন্দর ফুটিয়ে তুলেছেন।
আলোচকদের সবাই বইটির প্রচ্ছদ নিয়ে প্রশংসা করেছেন। লেখক নুরুল আমিন হৃদয় হৃদয়ের কথা বইটি উৎসর্গ করেছেন তার লেখালিখির গুরু ভোরের কাগজ পাঠক ফোরাম, প্রথম আলো বন্ধুসভার সাবেক বিভাগীয় সম্পাদক, বর্তামানে এটিন নিউজের নিউজ এডিটর গিয়াস আহমেদকে।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি