আজ

  • মঙ্গলবার
  • ২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

মজিববর্ষ উপলক্ষে ছাগলনাইয়া থানায় হামদ-নাত, আযান ও ক্বিরাত প্রতিযোগিতা

  • ছাগলনাইয়া প্রতিনিধি
  • জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে ছাগলনাইয়া থানা পুলিশের আয়োজনে হামদ-নাত, আযান ও ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে থানা কমাউন্ডে ওসি মো. মেজবাহ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এসআই মোহাম্মদ মুনিরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে থানার সকল অফিসারগণ উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে হামদ-নাত প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন এসআই মো. আবু সাঈদ, ২য় স্থান অধিকার করেন কনস্টেবল লিয়াকত মোহাম্মদ সাগর, ৩য় স্থান অধিকার করেন বেতার কনস্টেবল আপেল মাহমুদ। আযান প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন এসআই মো. আবু সাঈদ, ২য় স্থান অধিকার করেন বেতার কনস্টেবল আপেল মাহমুদ, ৩য় স্থান অধিকার করেন কনস্টেবল লিয়াকত মোহাম্মদ সাগর।

    ক্বিরাত প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন এসআই মো. আবু নোমান, ২য় স্থান অধিকার করেন এসআই মো. আবু সাঈদ, ৩য় স্থান অধিকার করেন বেতার কনস্টেবল আপেল মাহমুদ। অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত করা হয়।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090