ফেনীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে রাইজিং সানের আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্ণামেন্ট শুরু হয়েছে।
২৩ ফেব্রুয়ারী, রোববার দুপুরে ফেনী সদর উপজেলা বালিগাঁওতে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মো. সাইফ উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান।
বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, যুগ্ম সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হারুন মজুমদার, জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি মামুনুর রশিদ মিলন, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন ডালিম। সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক জিয়া উদ্দিন বাবলু। এ সময় খেলোয়াড়, ক্রীড়ামোদি লোকজন ও এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।
আয়োজকরা বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে রাখতে খেলাধুলার আয়োজন করা হয়েছে। এ ধরনের খেলাধুলার চর্চা অব্যাহত থাকলে প্রত্যন্ত অঞ্চলে আরো বেশি বেশি খেলোয়াড় তৈরি হবে।
টুর্ণামেন্টে ৩২ ক্রিকেট দল অংশগ্রহণ করেছে। নকআউট পদ্ধতিতে খেলা পরিচালিত হচ্ছে।
ফেনী ট্রিবিউন/এএএম/এপি