শিক্ষায় অবদানের জন্য আমেরিকার মেরিল্যান্ড স্টেট ইউনিভার্সিটি থেকে সম্মাননা সূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করায় ফেনীর হোপ ইন্টারন্যাশনাল স্কুলের (ইংলিশ মিডিয়াম ও ভার্সন) প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. আলমগীর কবিরকে সংবর্ধনা দেওয়া হয়।
বুধবার (২২ জানুয়ারি) দুপুরে শহরের পাঠানবাড়ি সড়কে নিজস্ব ক্যাম্পাসে হোপ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নিজের অনুভূতি ব্যক্ত করে মো. আলমগীর কবির বলেন, আজকের এ অর্জনের পেছনে মা-বাবা ও এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের অবদান রয়েছে। এ অর্জন ফেনীর শিক্ষাঙ্গনে কাজ করার ক্ষেত্রে আরও অনুপ্রেরণা জোগাবে। আগামীর পথচলায় আমি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।
গত ১৮ জানুয়ারি মালেশিয়ায় আয়োজিত সানওয়ে পুত্রা, কুয়ালালামপুরে বিভিন্ন দেশের শিক্ষা উদ্যোক্তাদের সম্মাননা সূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। এই অনুষ্ঠানে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের ফেনীর হোপ ইন্যারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো.আলমগীর কবিরকে সম্মাননা সূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেন। এছাড়াও মালয়েশিয়ান হেল্প ইউনিভার্সিটি কর্তৃক “অনুপ্রেরণামূলক নেতৃত্ব” পুরস্কারে ভূষিত করে সম্মাননা স্বারক প্রদান করা হয়।
হোপ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিরেক্টর (পরীক্ষা) দিলরুবা আক্তার, ভাইস প্রিন্সিপাল তাহমিনা তোফা, সিনিয়র শিক্ষক আলতাফ হোসেন প্রমুখ। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি