আজ

  • বুধবার
  • ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি নেতাকে বড় ব্যবধানে হারিয়ে বিআরডিবি’র চেয়ারম্যান হলেন জামায়াত নেতা

  • দাগনভূঞা প্রতিনিধি
  • বিএনপি নেতাকে বড় ব্যবধানে হারিয়ে করে বিআরডিবি’র চেয়ারম্যান হলেন জামায়াত নেতা। ফেনীর দাগনভূঞা উপজেলা বিআরডিবির নির্বাচনে উপজেলা বিএনপি’র সদস্য সচিব কামরুল উদ্দিনকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দাগনভূঞা জামায়াতের শুরা সদস্য নজির আহাম্মদ।

    বুধবার (২২ জানুয়ারী) দাগনভূঞা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) অধীন কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নির্বাচনে উৎসবমুখর পরিবেশে পল্লী ভবনে বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

    দাগনভূঞা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন কমিটির সভাপতি ও ফেনী জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক রতন চন্দ্র পাল বলেন, উপজেলার নিবন্ধিত কৃষক সমবায় সমিতিগুলোর মোট ৬৭ জন ভোটারের মধ্যে ৬৬ জন ভোট দিয়েছে। নির্বাচনে সভাপতি পদে নজির আহাম্মদ চেয়ার প্রতীকে ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামরুল উদ্দিন ছাতা প্রতীকে পেয়েছেন ২৬ ভোট। এছাড়া সহ-সভাপতি একজন ও ৬ সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিনি আরো বলেন, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া নির্বাচনে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

    নির্বাচন পরিদর্শন করেন দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা স.ম.আজহারুল ইসলাম, দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লুৎফুর রহমান ও দাগনভূঞা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলী।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090