সত্যের সংগ্ৰামে নিবেদিত দৈনিক সংগ্ৰামের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর রজত জয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে ফেনী প্রেসক্লাবে এক আলোচনা সভা, দোয়া মাহফিল, বর্ণাঢ্য র্যালী ও কেক কাটার মাধ্যমে উদযাপন করা হয়।
ফেনী জেলা সংবাদদাতা একেএম আবদুর রহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে স্থানীয় সরকার বিভাগ উপ-পরিচালক ও ফেনী পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন।
জেলা পুলিশ সুপারের প্রতিনিধি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান ছিদ্দিকী, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা অঞ্চলের টীম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য একেএম শামছুদ্দিন, জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী, অপর যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আবদুর রহিম, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন। আরো বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারী একরামুল হক ভূঁইয়া, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় সেক্রেটারী মহিউদ্দিন খোন্দকার, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি ছিদ্দিক আল মামুন, যমুনা টিভির স্টাফ রিপোর্টার আরিফুর রহমান, ফেনী প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি কামাল ভূঁইয়া, সাংবাদিক এনএন জীবন, দৈনিক ফেনীর সময়ের নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিক, ইয়ুথ জার্নালিস্ট ফোরাম ফেনী জেলা সভাপতি শাহজালাল ভূঁইয়া।
আলোচনা শেষে আনন্দমূখর পরিবেশে কেক কাটেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। পরে ট্রাংক রোডে র্যালী অনুষ্ঠিত হয়।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি