দাগনভূঞা উপজেলা ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুস্কার বিতরনী, মেধাবী শিক্ষাথীদের সংবধনা ও অভিবাবক সমাবেশ বৃহঃবার সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় প্রধান শিক্ষক জসিম উদ্দিনের সভাপতিত্বে দশম শ্রেনীর ছাএী রিমী আক্তার জুলি ও সায়মা আফরোজ নুসরাতের যৌথ সঞ্চলনা প্রধান অতিথী ছিলেন বিশিষ্ট শিল্পপতি,বাসার গ্রুপের চেয়ারম্যান ও বালিকা বিদ্যালয় সভাপতি আবুল বাসার।
বিশেষ অতিথী উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান,থানা অফিসার ইনর্চাজ আসলাম সিকদার।
উপস্হিত ছিলেন পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম,মনিরুজামান সবুজ,আবদুল কুদ্দুছ মিজান।অনুষ্ঠানে সারবিক সহযোগিতা ছিলেন কেজি বিভাগের প্রধান শিক্ষক ইকবাল হোসেন মাসুদ,শিক্ষিকা শিখা সেন গুপ্ত,মলি মন্জুমদার, শিক্ষক নেয়ামত উল্লাহ্,আবদুল কুদ্দুছ, আবদুল্লা আল রুবেল,আবু ছায়েদ।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি