ছাগলনাইয়া উপজেলার গোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের বিদায় ও কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, শিক্ষানুরাগী হাজ্বী মহসিন আলী।
বিদ্যালয়ের ৩ জন শিক্ষককে বিদায় ও পিইসি পরীক্ষায় জিপিএ-৫ পাপ্ত শিক্ষার্থীদের আর্থিক অনুদান দেয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক মানিক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট ব্যক্তি নুরুল ইসলাম সাইফুল ইসলাম। বিদায়ী শিক্ষক সিরাজুল ইসলাম, লিপি মল্লিক ও মর্জিনা আক্তারকে বিদ্যালয়ের সভাপতি হাজী মহসীন আলীর পক্ষ থেকে ক্রেস্ট, উপহার সামগ্রী ও কৃতি ছাত্রছাত্রীদের দুই হাজার টাকা করে প্রদান করা হয়।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি