আজ

  • শনিবার
  • ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ১৩৩৪৫ পরীক্ষার্থী

  • নিজস্ব প্রতিবেদক
  • ১৫তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।

    প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ১৫তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় ১৩ হাজার ৩৪৫ প্রার্থী পাস করেছেন। তার মধ্যে স্কুল পর্যায়ে ১০ হাজার ৯৬৮, স্কুল-২ পর্যায়ে ৭৭০ এবং কলেজ পর্যায়ে ১ হাজার ৬০৭ জন রয়েছেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার সূচি পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

    গতকাল সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ১৫তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করে এনটিআরসিএ। ১৫তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ১ লাখ ২১ হাজার ৬৬০ জন। শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় ১০ দশমিক ৯৭ শতাংশ প্রার্থী উত্তীর্ণ হন। পরীক্ষার ফলাফল ওয়েবসাইট থেকে জানা যাবে। মঙ্গলবার রাত আটটার পর ফলাফল প্রকাশ করা হয়। এসএমএস করে ফলাফল জানা যাবে।

    এ বছরের ২৬ ও ২৭ জুলাই ১৫তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারিতে দেড় লাখ প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন। এর আগে ১৯ এপ্রিল ১৫তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা হয়। গত ১৯ মে ১৫তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ১ লাখ ৫২ হাজার পরীক্ষার্থী। পাসের হার ছিল ২০ দশমিক ৫৩ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে স্কুল পর্যায়ের ৫৫ হাজার ৫৯৬, স্কুল পর্যায়-২–এর ৪ হাজার ১২৯ এবং কলেজ পর্যায়ে ৯২ হাজার ২৭৫ প্রার্থী রয়েছেন। প্রিলিমিনারিতে ৮ লাখ ৭৬ হাজার ৩৩ প্রার্থী অংশগ্রহণ করেছিলেন।

    ফেনী ট্রিবিউন/ এমএইচএম/জেএইচ/জেআইএম


    error: Content is protected !! please contact me 01718066090