আজ

  • শুক্রবার
  • ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফুলগাজীতে বিনামূল্যে লাল সবুজের গাছের চারা বিতরণ

  • ফুলগাজী প্রতিনিধি
  • সবুজ বাংলা গড়ার প্রত্যয়ে লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে টিফিনের টাকায় এক লাখ চারা বিতরণের লক্ষ্যে ফুলগাজী থানা চত্তরে গাছের চারা রোপণ করে কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
    ফেনীর ফুলগাজী থানা চত্তরে মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে গাছের চারা রোপণ করে কর্মসূচি উদ্বোধন করেন ফুলগাজী থানার অফিসার ইনচার্জ মো. কুতুব উদ্দিন।

    কর্মসূচিতে দ্বিতীয় পর্বে শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে গাছের চারা বিতরণের মধ্য দিয়ে কার্যক্রমের সূচনা করা হয়।

    এ সময় বিশেষ অতিথি ছিলেন ফুলগাজী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলী, উপ-পুলিশ পরিদর্শক মো. মোশাররফ হোসেন, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, ফেনী জেলা শাখার আহবায়ক আলী হাসান, সদস্য সাদ্দাম হোসেন রনি, শাখাওয়াত হোসেন, অ্মজাদ খান, রেহান উদ্দিন প্রিয়াস, আব্দুল আজাদ, বাবলু, জিসান ও মিনার প্রমুখ।

    লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা কাওসার আলম সোহেল এর আগে গত ৫ জুলাই থেকে ৩৩ টি জেলায় ভ্রাম্যমাণ গাছের চারা রোপণ ও বিতরণ করেছে। লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যদের জমানো টাকায় কেনা গাছের চারা হেঁটে হেঁটে গ্রাম ও রাস্তায় পথচারীদের উপহার দেওয়া হচ্ছে বলেও জানান।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090