করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ফেনী বারের আইনজীবী মফিজুল হকের (৬২) মৃত্যু হয়েছে। রাজধানীর শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৮টার দিকে তিনি মারা যান। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। দীর্ঘদিন তিনি কিডনীজনিত রোগে ভুগছিলেন। মফিজুল হক জেলা দায়রা জজ আদালতের জিপি, আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। আজ বুধবার সকালে ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের মুহুরীগঞ্জ এলাকায় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি