ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের দেবরামপুর জাহান আরা উচ্চ বিদ্যালয়ের হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে স্কুলব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি।
ইয়াকুবপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- মো. মন্জুরুল ইসলাম। এ সময় স্কুলের প্রধান শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইয়াকুবপুর ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় শতাধিক হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে এই স্কুলব্যাগ তুলে দেন অতিথিরা।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি