দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ২৫০ পরিবারে মাঝে ফুড প্যাকেট বিতরন করা হয়েছে।
শুক্রবার বিকালে উত্তর আলীপুর স্কুল এন্ড কলেজ মাঠে ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও দাগনভূঞা-সোনাগাজী উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ডা. মো. ফখরুদ্দিন মানিক।
মাতুভূঞা ইউনিয়ন জামায়াতের আমীর মাও নুরুল আমীনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গাজী সালেহ উদ্দিন।
ওয়ার্ড জামায়াতের সভাপতি সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দাগনভূঞা পৌরসভার ৮নং ওয়ার্ড সভাপতি কেফায়েত উল্যাহ, জায়লস্কর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আমীর আনোয়ার হোসেন, মাতুভূঞা ইউনিয়নের সহ-সেক্রেটারী সাখাওত হোসেন শাহজাহান, জামায়াত নেতা জানে আলম লিটন , ব্যাংকার শাহজাহান, শাহ আলম, আবুল হাসনাত সেলিম, ওসমান গনী রুবেল প্রমুখ।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি