আজ

  • শনিবার
  • ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে ৩৫৪ প্রবাসীসহ ২৪১০ ব্যক্তি কোয়ারেন্টিনে

  • নিজস্ব প্রতিনিধি
  • ফেনীর ২৪১০ ব্যক্তি হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদের মধ্যে ৩৫৪ জন প্রবাসী ও তাদের পরিবারের ২০৫৬ সদস্য রয়েছে। রবিবার (২২ মার্চ) দুপুরে জেলা সিভিল সার্জন অফিসের হালনাগাদ তথ্যানুযায়ী জানা গেছে।

    সিভিল সার্জন অফিস জানায়, গত ২৪ ঘন্টায় ফেনীর ১৫৬ জন প্রবাসী ও তাদের পরিবারের ৮৯১ জন সদস্যকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। এরমধ্যে পরশুরামের ৮জন, ছাগলনাইয়ায় ১০ জন, ফেনী সদরে ৩৬ জন, সোনাগাজীতে ৮ জন, দাগনভূঞায় ৭৬ জন, ফুলগাজীতে ১৮ জন প্রবাসী রয়েছে। এর আগে ২১৯ জন প্রবাসী ও তাদের পরিবারের ১২৩৭ জন সদস্যকে কোয়ারেন্টিনে রাখা হয়। এরমধ্যে ২১ জন প্রবাসী ও পরিবারের ৭২ জন সদস্যের কোয়েরেন্টিন পূর্ণ হয়েছে।

    ফেনী জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন জানান, কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের স্বাস্থ্য কর্মীরাসহ স্থানীয় প্রশাসন পর্যবেক্ষণে রেখেছেন। এর মধ্যে যাদের কোয়ারেন্টিন পূর্ণ হয়েছে তাদের ছাড়পত্র দেয়া হয়েছে।

    ফেনী ট্রিবিউন/এএএম/এপি


    error: Content is protected !! please contact me 01718066090