দাগনভূঞার এসিল্যান্ড হিসেবে মাসুমা জান্নাত যোগদান করেছেন গত ১৭ ফেব্রুয়ারি। যোগদান করার পর ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৪ সপ্তাহব্যাপী ১৭তম বেসিক ভূমি প্রশাসন ব্যবস্থাপনা কোর্সে প্রশিক্ষণ গ্রহন করেন। সেখানে তিনি প্রথম স্থান অর্জন করেন। ২২ মার্চ রোববার প্রশিক্ষণ শেষে দাগনভূঞায় অফিস করেন। মাসুমা জান্নাতের গ্রামের বাড়ি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায়।
এর আগে তিনি জেলা প্রশাসকের কার্যালয়,মৌলভীবাজারে কর্মরত ছিলেন। তিনি ৩৫ বিসিএস এ উত্তীর্ণ হয়ে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের মাধ্যমে দেশের একজন প্রশাসন সার্ভিসের কর্মকর্তা হিসাবে নিয়োগ লাভ করেন। দাগনভূঞায় ভূমি প্রশাসনের কাজে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি