করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার ছাগলনাইয়া উপজেলার দুটি পশুর হাট বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
রবিবার সকালে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের জানান, এর আগে ছাগলনাইয়া-শ্রীনগর সীমান্ত হাট বন্ধ করা হয়েছে। পরবর্তীতে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে শুক্রবার প্রশাসনের পক্ষ থেকে ছাগলনাইয়া উপজেলার দুটি স্থায়ী পশুর হাট মির্জার বাজার ও চাঁদগাজী বাজার বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে।
পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পশুর হাট দুটিকে পশু বেচাকেনা থেকে বিরত থাকতে মাইকিং করে সকলের প্রতি আহবান করা হয়েছে।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি