ফেনীতে মরনব্যাধি করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে রবিবার পৌরসভা মিলনায়তনে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সাথে পৌরসভা মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ করেছে।
এ উপলক্ষে আয়োজিত সভায় পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গীটারের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর সচিব খান মোহাম্মদ ফারাভি, মেডিকেল অফিসার ডা. কৃষ্ণপদ সাহা, কাউন্সিলর আমির হোসেন বাহার, সাইফুর রহমান সাইফু, মাহতাব উদ্দিন মুন্না, ফেনী চেম্বারের সহ-সভাপতি আলহাজ্ব আবুল কাশেম, পরিচালক গোলাম ফারুক বাচ্চু, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, ফেনী শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইকবাল আলম, শহীদ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি তাজুল ইসলাম।
এসময় অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন ফেনী চেম্বারের পরিচালক ফরিদ আহাম্মদ পাঠান, সহিদ উল্যাহ হাজারী ও বজলুল করিম মজুমদার হারুন, শহীদ মার্কেট ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক প্রফেসর মো. জহির উদ্দিন, গ্রান্ড হক টাওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন শাহীন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহিদান, ব্যবসায়ী ফরিদ আহাম্মদ ভূঞা, মো. ওমর ফারুক, আবুল কালাম আজাদ প্রমুখ।
অনুষ্ঠানে ব্যবসায়ী নেতৃবৃন্দের হাতে করোনা ভাইরাস সচেতনতামূলক লিফলেট তুলে দেন অতিথিবৃন্দ। পরে ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ৩১ সদস্য পৌর কমিটি ও ওয়ার্ড পর্যায়ে ১১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে।
পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গীটার জানান, পৌরসভা থেকে করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রায় ৪০ হাজার লিফলেট শহরের বিভিন্ন স্থানে বিতরণ করা হবে। ইতিমধ্যে পৌরসভার পক্ষ থেকে মাইকিংও শুরু হয়েছে। এছাড়া প্রবাস ফেরতদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে এসব টিম কাজ করবে। পাশাপাশি বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখতে মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।
ফেনী ট্রিবিউন/এএএম/এপি