ফেনীতে সোমবার বিকেলে তিন মাদকসেবনকারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেনের নেতৃত্বে একটি টিম সোমবার বিকেলে ফেনী শহরের কলেজ রোডে মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় মাদক সেবন করার অপরাধে ফেনীর পশ্চিম রামপুর এলাকার আব্দুল করিমের ছেলে জাকির হোসেন (৪০), সোনাগাজী চর দরবেশ ইউনিয়নের আবুল কালামের ছেলে মোহাম্মদ আলা উদ্দিন (৩১), সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মো. হাসান আলীর ছেলে মোহাম্মদ হারুন (২৮) কে গাঁজা সহ আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জাকির হোসেনকে একমাস, আলা উদ্দিনকে সাতদিন ও মোহাম্মদ হারুনকে সাত দিনের কারাদণ্ড প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস।
মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেন জানান, জেলা প্রশাসনের সহযোগিতায় মাদক বিরোধী ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি