ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের গজারিয়ায় বিবাহিত-অবিবাহিত রাত্রিকালীন প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে অবিবাহিত চ্যাম্পিয়ন হয়েছে। ২১ জানুয়ারি শনিবার রাতে মোল্লা বাড়ি সংলগ্ন মাঠে খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রায়হান। শুরুতে খেলা উদ্বোধন করেন এসএন ফুড এন্ড কনজিউমার প্রোডাক্টস লিমিটেড কোম্পানীর চেয়ারম্যান সাহাব উদ্দিন।
দীপ্ত টিভি ও ডেইলী সানের রিপোর্টার প্রভাষক আবদুল্লাহ আল-মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার আইয়ুব আলী, গজারিয়া হাই স্কুলের উদ্যোক্তা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. নূর নবী, গজারিয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি আলী হোসেন, ৫ নং ওয়ার্ড মেম্বার মফিজুর রহমান, ওমরাবাদ সমাজ কল্যাণ সংস্থার সহ-সভাপতি মাহবুবুর রহমান আজাদ।
ক্রীড়া সংগঠক ইসমাইল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ইতালী প্রবাসী সমাজসেবক এমরান হোসেন, বিকিরণ কিন্ডারগার্ডেনের অধ্যক্ষ ও সাপ্তাহিক কলকণ্ঠের দাগনভূঞা প্রতিনিধি মো. জাকির হোসেন, গজারিয়া সিয়াম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শহিদ উল্লাহ মিন্টু, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক শহিদ উল্লাহ, আওয়ামী লীগ নেতা আব্দুল আউয়াল, সুরুজ বাঙালী, আবু বক্কর সিদ্দিক, জহির উদ্দিন রাসু, আনোয়ার হোসেন সোহাগ, আব্দুল আউয়াল বাবুল, জামাল উদ্দিন, জালাল আহমদ, নুর আহমদ, সাইফুল ইসলাম কন্ট্রাক্টর, বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল আজিম, যুবলীগ নেতা ইসমাইল হোসেন রুমেজ, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদ হোসেন পারভেজ, ছাত্রলীগ নেতা আনিসুর রহমান সাগর।
এ সময় আরো উপস্থিত ছিলেন গজারিয়া হাই স্কুলের সহকারী শিক্ষক আতিকুল ইসলাম, ক্রীড়ানুরাগী সুমন, মুজাহিদ ও হুমায়ুন কবির সোহাগ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক রাত্রিকালীন এ ফুটবল ম্যাচটি উপভোগ করেন। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় আশিক।
খেলায় বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন অতিথিবৃন্দ।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি