ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী) ফেনী জেলা শাখা কর্তৃক ফেনী জেলা আইনজীবী সমিতি কার্যকরী পরিষদ নির্বাচন-২০২০ নব-নির্বাচিত সদস্য এ্যাডভোকেট মোশাররফ হোসেন মিলন ও এ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল হোসেনকে সংবর্ধনা প্রদান করেছে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান গিয়াস উদ্দিন ভূ্ঁইয়া।
এসময় ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী) ফেনী জেলা কমিটির সভাপতি আবু আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সস্পাদক মো. আনোয়ার হোসেন ভূ্ঁইয়া, ওয়ার্কাস পাটি ফেনী জেলা সভাপতি মশিউর রহমান মিলন।
ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি